
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষা ২০২৫ শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সকাল ১০টা থেকে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৩৫টি কিন্ডারগার্টেনের প্রায় ১,৪০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।
প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ শাহীন মিয়া। কেন্দ্র সচিব ছিলেন মোঃ সাইফুল ইসলাম এবং সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেন ওবায়দুল হক উজ্জ্বল, কাজী বাছির আহমেদ। হল সুপার ছিলেন মোঃ খোকন মিয়া, মোঃ আল আমিন ইসলাম ও মোঃ জাহাঙ্গীর আলম।
কেন্দ্রে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলাম ডালিম ও সেক্রেটারি আলমাছ আহমেদ টুটুল। এছাড়াও ফেরদৌস মিয়া, কুদ্দুস মিয়া, মুক্তার মিয়া, এখলাছ মিয়া, ও শামীম মিয়াসহ সংগঠনের অন্যান্য সদস্যরা দায়িত্ব পালন করেন। পরীক্ষার্থীদের স্বাস্থ্যসেবার জন্য মেডিকেল টিমে ছিলেন মোঃ শাহ আলম ও মোঃ শাহজান মিয়া।
পরীক্ষা শেষে সংগঠনের নেতৃবৃন্দ জানান, শিক্ষার্থীদের মেধা যাচাই ও উৎসাহ প্রদানের উদ্দেশ্যেই এই বৃত্তি পরীক্ষা আয়োজন করা হয়েছে। পরীক্ষাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিক্ষাপ্রেমী অভিভাবক, শিক্ষক ও বিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ জানান তারা।
এ সময় বৃত্তি পরীক্ষা পরিদর্শনে উপস্থিত ছিলেন এড. আমিনুল ইসলাম, চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সৈয়দ মোঃ সোহেল, সাবেক ভাইস চেয়ারম্যান আঃ আজিজ, হাজী গোলাপ খান, মাসুক মিয়া, সাংবাদিক রোকন উদ্দিন লস্কর, সালমান আহমেদ, কাদির মিয়া, হামিদুর রহমান, ও রুবেল মিয়া প্রমুখ।
Subscribe to get the latest posts sent to your email.