
মারুফ আহমদ, মৌলভীবাজার :
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত করে অন্য অধিদপ্তরে সংযুক্ত করার প্রস্তাবের প্রতিবাদে এবং ৮ দফা দাবিতে দুই ঘণ্টার প্রতীকি শাটডাউন পালন করেছেন বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি মৌলভীবাজার জেলার আহ্বায়ক কমিটির সদস্যরা।
রবিবার (৩০ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই শাটডাউন পালন করা হয়। কর্মসূচিতে অংশ নেওয়া নার্সরা জানান, অধিদপ্তর বিলুপ্তির অপচেষ্টা নার্সিং সেক্টরের জন্য গুরুতর হুমকি। তারা এ সিদ্ধান্তকে প্রত্যাহার করে দাবি পূরণের আহ্বান জানান।
মানববন্ধন ও শাটডাউন চলাকালে বক্তারা বলেন, তাদের দাবিগুলো দ্রুত মানা না হলে আগামী ২ ডিসেম্বর সারাদেশে পূর্ণাঙ্গ শাটডাউন কর্মসূচি পালন করা হবে।
Subscribe to get the latest posts sent to your email.