
মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা :
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও পাচার রোধে রাতের আঁধারে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সাম্প্রতিক সময়ে বালুখেকোদের উৎপাত বেড়ে যাওয়ায় প্রশাসন এ অভিযান শুরু করেছে।
বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জাহিদ বিন কাশেমের নেতৃত্বে উপজেলার চৌমুহনী, অলিপুর, ধর্মঘর, ভান্ডারুয়া ও রসুলপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুজিবুল ইসলাম এবং মাধবপুর থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
ইউএনও মোঃ জাহিদ বিন কাশেম বলেন, “নিশুতি অভিযানের মাধ্যমে আমরা এই বার্তাটি দিতে চেয়েছি যে, অবৈধভাবে বালু আহরণকারীরা যেকোনো সময় প্রশাসনের খাঁচায় বন্দী হতে পারে। এতে সবাই সতর্ক হবে এবং নিয়মিতভাবেই এ ধরনের আকস্মিক অভিযান চলবে।”
তিনি আরও জানান, অভিযানে কাউকে বালু উত্তোলনের সময় পাওয়া যায়নি। তবে কারও জিম্মায় অবৈধভাবে আহরিত বালু পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা প্রশাসন অবৈধ বালু উত্তোলন ও পাচার বন্ধে বদ্ধপরিকর বলেও জানান ইউএনও জাহিদ বিন কাশেম।
Subscribe to get the latest posts sent to your email.