
শায়েস্তাগঞ্জ থেকে গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এলাকা থেকে ভারতীয় আট কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
ডিবি সূত্র জানায় রবিবার (৯ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশের এসআই সাদ্দাম হোসেন আরিফ ও এএসআই নাঈম মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে শায়েস্তাগঞ্জ উপজেলার লেঞ্জাপাড়া সাকিনস্থ শায়েস্তাগঞ্জ মডেল কামিল এমএ মাদ্রাসার গেইটের সামনে হবিগঞ্জ টু শায়েস্তাগঞ্জ রাস্তার উপর হইতে বিশেষ অভিযান চালিয়ে কাঁধে করে ব্যাগ নিয়ে যাওয়ার সময় সন্দেহ হলে ব্যক্তিকে আটক করে তল্লাশি চালালে তাদের কাছ থেকে ভারতীয় আট কেজি গাঁজা উদ্ধার সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন চুনারুঘাট উপজেলার গাদিশাল গ্রামের আনোয়ারে’র ছেলে ইব্রাহিম মিয়া (২৫), উভয় একই গ্রামের মোঃ নরুল হক মিয়ার ছেলে মোঃ শাকিল আহমেদ (১৯)।
জেলা গোয়েন্দা শাখার ডিবি ওসি নন্দন কান্তি ধর সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।
Subscribe to get the latest posts sent to your email.