
অনলাইন সংবাদ :
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ১৪৯টি বিদ্যালয়কে সিসি ক্যামেরার আওতায় আনার উদ্যোগের অংশ হিসেবে সাতটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিসি ক্যামেরা বিতরণ করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অফিসার মো. জাকিরুল হাসানের নির্দেশনায় এবং সহকারী শিক্ষা অফিসার কবির হুসেইনের উদ্যোগে নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ সোহেলের আর্থিক সহযোগিতায় এসব ক্যামেরা প্রদান করা হয়।
বুধবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে বিভিন্ন স্কুলের শিক্ষকদের উপস্থিতিতে অনুষ্ঠানের মাধ্যমে সিসি ক্যামেরাগুলো হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাসেম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জাকিরুল হাসান, সহকারী শিক্ষা অফিসার কবির হোসেনসহ শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভায় বক্তারা বলেন, বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন, নিরাপত্তা এবং সার্বিক তদারকি নিশ্চিত করতে সিসি ক্যামেরা অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।
Subscribe to get the latest posts sent to your email.