
মাধবপুর থেকে :
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক নাহিদ মিয়া। রবিবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার চৌমুহনী ইউনিয়নের দেবীপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
আহত নাহিদ মিয়া চ্যানেল এ ওয়ানের মাধবপুর প্রতিনিধি ও স্থানীয় পত্রিকা তরফবার্তা-এর স্টাফ রিপোর্টার। পাশাপাশি তিনি মাধবপুর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক।
স্থানীয় সূত্রে জানা যায়, দেবীপুর গ্রামের মোতাহার হোসেন জাবেদ ও তার সহযোগীরা সাংবাদিক নাহিদ মিয়ার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে মারধর করে এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘটনাটি ঘটে সিলেট থেকে আগত সাহারা খাতুন মুক্তা নামে এক নারী তার স্বামীর অধিকার ফিরে পেতে দেবীপুর গ্রামের জাবেদ মিয়ার ছেলে আকিল মিয়ার বাড়িতে আসার পর। অভিযোগ রয়েছে, জাবেদ মিয়া মুক্তাকে পুত্রবধূ হিসেবে স্বীকার না করে তাকে অপমান ও অবরুদ্ধ করে রাখেন। এ খবর জানতে পেরে স্থানীয় কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলে তথ্য সংগ্রহে যান। ওই সময় মুক্তার বক্তব্য নেওয়ার চেষ্টা করলে হামলার শিকার হন সাংবাদিক নাহিদ মিয়া।
সাংবাদিক নাহিদ মিয়া বলেন, “আমি সত্য উদঘাটনের জন্য ঘটনাস্থলে গিয়েছিলাম। সাংবাদিক পরিচয় দেওয়ার পরও তারা আমার ওপর হামলা করে এবং ফোন নিয়ে যায়।”
চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ বলেন, “সাংবাদিকদের ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”
মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, “একজন সংবাদকর্মীর ওপর এমন হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। আমরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদ উল্লাহ বলেন, “বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
Subscribe to get the latest posts sent to your email.