দিনাজপুর প্রতিনিধি
স্ত্রীকে মারধরের ঘটনায় থানায় ও আদালতে মামলা দায়ের করায় প্রতিপক্ষের হত্যার হুমকি এবং পুলিশের সহযোগিতা না পাওয়ার অভিযোগ তুলেছেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার দক্ষিণ মরনাই গ্রামের আজগার আলীর ছেলে এজাজুল ইসলাম। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে তিনি সংবাদ সম্মেলন করেছেন।
শনিবার সকাল ১০টায় দিনাজপুরের ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে এজাজুল জানান, গত ১৩ জুন প্রতিবেশী আবু তালেবের ছেলে আল-আমিন (৩০), মো. লালটুর ছেলে মাসুদ (২৫), আব্দুল মালেকের ছেলে সুমন ইসলাম (৩০), সামসুলের ছেলে মতিয়ার রহমান মতি (২৮), মৃত দুদবার রহমানের ছেলে মজিবর রহমান (৬৫), মজিবরের ছেলে হাইকুল (৪০)সহ আরও কয়েকজন তার স্ত্রী সাফিয়ারা (৩৫)-কে দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে। এ সময় গলা চেপে ধরা ও পেটে লাথি মারায় তিনি গুরুতর আহত হন।
বর্তমানে সাফিয়ারা দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার কিডনিতে জটিলতা দেখা দিয়েছে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। ঘটনার প্রতিবাদে এজাজুল ২৩ জুন দিনাজপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা (নং সিআর-৩৯৮/২৫) দায়ের করেন। এরপর থেকে আসামিরা তার পরিবারকে নানাভাবে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে যাচ্ছে।
এজাজুল অভিযোগ করেন, ভবানীপুর পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ করলেও কোনো সহযোগিতা পাননি। বরং দুই পুলিশ কর্মকর্তা আব্দুল হামিদ ও তাপস আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দিয়ে তার কাছ থেকে ৯ হাজার টাকা নেন। কিন্তু টাকা নেয়ার পরও কোনো পদক্ষেপ নেননি।
তিনি আরও জানান, আদালতের নির্দেশে পিবিআই তদন্ত শুরু করলেও এখনো কোনো প্রতিবেদন দাখিল হয়নি। এতে তিনি আশঙ্কা করছেন যে, প্রতিপক্ষ যে কোনো সময় তার পরিবারকে বড় ধরনের ক্ষতি করতে পারে।
সংবাদ সম্মেলনে আহত সাফিয়া, পরিবারের অন্যান্য সদস্য এবং স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আপনি কি চান আমি এই সংবাদটির জন্য আকর্ষণীয় একটি শিরোনাম ভ্যারিয়েশন সাজিয়ে দিই, যাতে অনলাইন ও প্রিন্ট মিডিয়ার জন্য ব্যবহার করা যায়?
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com