
মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মো. ফয়সলের নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত তার নির্বাচনী টিমের সদস্যরা ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চেয়ে মাঠে-মহল্লায়, গ্রামে-গঞ্জে ঘুরে বেড়াচ্ছেন। চলছে গণসংযোগ, উঠান বৈঠক, লিফলেট বিতরণ, পথসভা ও নির্বাচনী মিছিল। সর্বস্তরের মানুষের অংশগ্রহণে পুরো এলাকায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
সৈয়দ মো. ফয়সলের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা এখন ঐক্যবদ্ধ। বিশেষ করে তরুণ প্রজন্ম ও প্রথমবারের ভোটারদের মধ্যে তার প্রচারণা ব্যাপক সাড়া ফেলেছে। শিক্ষিত ও ক্লিন ইমেজের এই প্রার্থী ক্রমেই জনগণের আস্থার প্রতীক হয়ে উঠছেন। তার ঘোষিত ৩১ দফা নির্বাচনী অঙ্গীকারে রয়েছে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি, দারিদ্র্য বিমোচন, শিল্পায়ন, তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও মানবসম্পদ উন্নয়নের প্রতিশ্রুতি।
চুনারুঘাট ও মাধবপুরের বিভিন্ন এলাকায় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, জনগণ এবার পরিবর্তন চায়। তারা এমন একজন জনপ্রতিনিধিকে নির্বাচিত করতে চায়, যিনি এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে আন্তরিকভাবে কাজ করবেন। অনেকের মতে, বিএনপি এবার এমন একজন প্রার্থীকে মনোনীত করেছে, যিনি দলীয় ও ব্যক্তিগত ভাবমূর্তিতে সর্বজনগ্রহণযোগ্য।
চুনারুঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান বলেন, “সৈয়দ ফয়সল শুধু রাজনীতিবিদ নন, তিনি সমাজসেবক ও দূরদর্শী মানুষ। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে আছেন। নির্বাচিত হলে তিনি মাধবপুর-চুনারুঘাটকে আধুনিক জনপদে রূপ দিতে পারবেন।”
চুনারুঘাটের বাসিন্দা প্রফেসর মোজাম্মেল হক তালুকদার বলেন, “ফয়সল একজন শিক্ষিত, ভদ্র ও পরিশ্রমী মানুষ। তার পরিবারের ইতিহাসই জনগণের সেবার ইতিহাস। মাঠের সাড়া দেখে মনে হচ্ছে, এবারের নির্বাচনে ধানের শীষের জয় অবধারিত।”
২৩ বাগানের সংগঠন লস্করপুর ভ্যালির সাবেক সভাপতি অবিরত বাক্তি বলেন, “মাধবপুর-চুনারুঘাটে এখন পরিবর্তনের হাওয়া বইছে। জনগণ বুঝে গেছে, উন্নয়নের নামে অনেক প্রতিশ্রুতি মিললেও বাস্তবায়ন হয়নি। সৈয়দ ফয়সল একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ, যিনি কথার চেয়ে কাজে বিশ্বাস করেন।”
মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল বলেন, “ফয়সল ভাই মাঠের মানুষ। তার নির্বাচনী প্রচারণায় নেতাকর্মীদের মধ্যে অদম্য উদ্দীপনা কাজ করছে। ইউনিয়ন, ওয়ার্ড থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত সবাই ধানের শীষের পক্ষে কাজ করছে। তিনি সৎ, যোগ্য ও আদর্শবান একজন প্রার্থী। ইনশাআল্লাহ, তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন।”
মাধবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি বলেন, “প্রতিদিনই নতুন নতুন মানুষ ফয়সল ভাইয়ের প্রচারণায় যোগ দিচ্ছেন। ব্যবসায়ী, শিক্ষক, কৃষক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রকাশ্যে সমর্থন জানাচ্ছেন ধানের শীষকে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তরুণ প্রজন্ম ফয়সল ভাইয়ের পাশে দাঁড়াচ্ছে।”
হবিগঞ্জ-৪ আসনের বিএনপি প্রার্থী সৈয়দ মো. ফয়সল বলেন, “আমার রাজনীতির মূল লক্ষ্য হলো জনগণের সেবা করা। আমি রাজনীতি করি দেশের উন্নয়ন, এলাকার অগ্রগতি ও মানুষের কল্যাণের জন্য। নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, যোগাযোগব্যবস্থা, কৃষি, দারিদ্র্য বিমোচন, শিল্পায়ন ও তথ্যপ্রযুক্তি খাতে ব্যাপক উন্নয়ন পরিকল্পনা হাতে নেব।”
”
তরুণদের কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন ও কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতে আমি কাজ করব।”
Subscribe to get the latest posts sent to your email.