আঁচলতা আলীম মাদ্রাসার সভাপতি ও অধ্যক্ষর দুর্নিতি ও অনিয়ম।
তানসেন আলী মন্টু ক্রাইম রিপোর্টার
বগুড়ার নন্দীগ্রাম ৩ নং ভাটরা ইউনিয়ন আঁচলতা আলিম মাদ্রাসার সভাপতি ও অধ্যক্ষর দুর্নীতি ও অনিয়ম উঠে এসেছে, বিষয়টি দীর্ঘদিন ধামাচাপা দেয়ার চেষ্টা করলে উক্ত মাদ্রাসার ছাত্রনেতা ফজলে রাব্বি এবং আসলামের নেতৃত্বে,
আন্দোলন সংগ্রাম গড়ে ওঠে বেশ কিছুদিন ধরে দোফাই দোফাই রাজপথে ছাত্র-ছাত্রী সহ আন্দোলন এবং বিক্ষোভ মিছিল বের করে,
শত বাধা শর্তেও দীর্ঘদিন ধরে চলছে এই ছাত্র আন্দোলন, উক্ত মাদ্রাসার দুর্নীতির কিছু অংশ তুলে ধরা হলো,
১/ মাদ্রসার অনুদানের ৫ লক্ষ টাকা আত্মসাৎ। কোন হিসাব নাই।
২/ ভাইস প্রিন্সিপাল ও কম্পিউটার অপারেটর নিয়োগ এর টাকা আত্মসাৎ। মাদ্রসা একটাকাও পায়নি।
৩/ মাদ্রাসার ৩০ বিঘা জমি পত্তনের টাকা আত্মসাৎ। কোন হিসাব নাই।
৪/ সভাপতি ও অধ্যক্ষ মিলে এক বিঘা জমি ১ লক্ষ ৫০ হাজার টাকা দিয়ে বন্ধক রেখেছে।
৫/ ছাত্রীদের কমন রুমের বেহাল দশা।কমন রুমে ফ্যান নাই।
৬/ ক্লাস রুমের দরজা জানালা ভাঙ্গা ও পর্যাপ্ত ফ্যান নাই।নষ্ট হলে বেবস্তা নাই।
৭/ অধ্যক্ষ ও সভাপতি মাদ্রাসা সঠিক ভাবে পরিচালনা করে না। যেমন, কোন শিক্ষক সময় মত আসে কি না।ক্লাস ঠিক মত হয় কি না। ছাত্র ছাত্রী দের সমস্যা দেখে না।
তাই ছাত্র ছাত্রী আজ রাজপথে। ছাত্র ছাত্রীর দাবি সভাপতির বিচার চাই।অধ্যক্ষর পদত্যাগ চাই।তা না হলে ছাত্র ছাত্রী শান্তিপুর্ন আন্দোলন করবে।ব্যাবস্থা না হলে মাদ্রসায় তালাচাবি ঝুলবে।ক্লাস হবে না।কোন শিক্ষক মাদ্রাসায় ঢুকতে পারবে না।