
মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধঃ
মোঃ মজিবুল ইসলামকে নীলফামারী জেলা জাতীয় নাগরিক পার্টি (এমসিপি)-এর অঙ্গসংগঠন জাতীয় যুব শক্তির নীলফামারী জেলা কমিটির সংগঠক করায় ডিমলা উপজেলা বাসি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। গত ৮ নভেম্বর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় কমিটি কর্তৃক এনসিপির সহযোগী সংগঠক জাতীয় যুবশক্তি নীলফামারী জেলা কমিটি অনুমোদন করেন। এতে মোঃ মজিবুল ইসলামকে ওই কমিটিতে সংগঠক নির্বাচিত করে।
জাতীয় যুবশক্তি নীলফামারী জেলা কমিটির সংগঠক নির্বাচিত হওয়ায় ডিমলা উপজেলার রাজনৈতিক সচেতন মহল সন্তুষ্টি প্রকাশ করেন এবং কেন্দ্রীয় কমিটিকে উপজেলাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন। সেই সাথে মজিবুল ইসলাম কেও উষ্ণ অভ্যর্থনা প্রদান করেন। তারা বলেন, মজিবুল ইসলাম আমাদের এলাকার ছেলে। আমাদের চোখের সামনে তার জন্ম ও বেয়ে উঠা।ছটোকাল থেকে তাকে দেখে এসেছি বিভিন্ন ধরনের অন্যায় অনিয়ম জুলুম ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করতে। সে নিজেকে সব সময় সমাজে বিভিন্ন সেবামূলক কাজে নিয়োজিত রাখতে পছন্দ করে। আমরা এলাকাবাসী কোনরকম বিপদের সম্মুখীন হলে তাকে ডাকতে হয় না সে নিজের থেকে উপকার করতে চলে আসতো। মানুষের উপকার করতে গিয়ে অনেক সময় তার আর্থিক ক্ষতিও হয় তবুও সেগুলো কিছু মনে করে না। তার মত সৎ চরিত্রবান ছেলে এ সমাজের প্রতিনিধিত্ব না করলে কে করবে। তাকে জেলা কমিটির সংগঠক কোরায় এনসিপির নেত্রীবৃন্দকে এলাকাবাসী হিসেবে শুভেচ্ছা জানাই। সেই সাথে মজিবুল ইসলামকেও শুভেচ্ছা জানাই। তারা আরোর বলেন, আমরা চাই মজিবুল ইসলাম আমাদের সমাজের তথা দেশ ও জাতির সামনের কাতারে এসে নেতৃত্ব দিক। বিগত দিনের আন্দোলনে তার কর্মকাণ্ড ও অগ্রণী ভূমিকার কথা স্মরণ করে এনসিপিতে তার জায়গা আরো সামনের কাতারে রাখা উচিত বলে তারা মনে করেন।
মজিবুল ইসলাম বলেন, ছোটকাল থেকে আমি নিজেকে এলাকার বিভিন্ন ধরনের সামাজিক মানবিক এবং ধর্মীয় কাজে নিয়োজিত রেখেছি। যেখানে অন্যায় দেখেছি সেখানে তার প্রতিবাদ করেছি। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে মাঝেমধ্যে আমি নিজেও বিভিন্ন অন্যায় ও অত্যাচারের শিকার হয়েছি বিপদেও পড়েছি। তারপরেও সমাজের অসহায় ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে সেবা করতে পারলে মনে বড় শান্তি লাগে। দেশের প্রয়োজনে মানুষর মানুষের প্রয়োজনে নিজেকে উৎসর্গ করেছি বাকি জীবনও মানুষের পাশে থেকে সেবা করে যেতে চাই। মানুষের পাশে দাঁড়াতে গিয়ে নিজের পরিবারের লোকজনের কাছে অনেক সময় অনেক রকম কথা শুনতে হয়েছে তারপরেও পিছিয়ে আসেনি। বিগত সরকারের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে সেখানে আমরা ডিমলা উপজেলার কয়েকজন মিলে এর প্রতিবাদ করেছি। আমাদের এলাকায় আমরা দূর্বর আন্দোলন গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করেছি। আমার কর্মকাণ্ড দেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তথা এমসিপির নেতৃবৃন্দ আমাকে দেশের মানুষের আশা পূরণে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে তা আমি নিষ্ঠার সাথে পালন করব ইনশাআল্লাহ।
Subscribe to get the latest posts sent to your email.