1. salmankoeas@gmail.com : admin :
কাজীপুরে দিন দিন হারিয়ে যাচ্ছে হাতে ভাঁজা দেশী মুড়ি - দৈনিক ক্রাইমসিন
শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩:৪৬ পূর্বাহ্ন

কাজীপুরে দিন দিন হারিয়ে যাচ্ছে হাতে ভাঁজা দেশী মুড়ি

মাহমুদুল হাসান শুভ কাজীপুর( সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
  • Update Time : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৭ Time View
কাজীপুরে দিন দিন হারিয়ে যাচ্ছে হাতে ভাঁজা দেশী মুড়ি

মাহমুদুল হাসান শুভ কাজীপুর( সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

জীবন যাত্রা আর পরিবর্তনের ছোঁয়ায় আদিম যুগের ঐতিহ্য হাতে ভাঁজা দেশি মুড়ি গ্রামীণ জনপদ থেকে প্রায় বিলুপ্তির পথে।

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার এক সময় হাতে ভাঁজা দেশি মুড়ি ভাঁজার প্রতিযোগিতা চলতো কে, কত কেজি.মুড়ি ভেঁজে ঘরে তুলতে পারতো। এক কথায় অসাধারণ ছিলো সেই সময় আত্মীয় স্বজনরা আসলে হাতে ভাঁজা মুড়ি দেওয়া হতো তাদের খাওয়া জন্য। আত্মীয় স্বজনদের বাড়ীতে নেওয়া যাওয়া জন্য দেওয়া তো ঔ মুড়ি।

যান্ত্রিক ব্যবস্থার জাঁতাকলে আর কালের বিবর্তনে হাতে ভাজা মুড়ি শিল্প আজ আর গ্রামের পল্লী-প্রান্তরে দেখা যায় খুবই কম, এখন ধরতে গেলে হাতে গুনা কয়েকটা বাড়ীতে হাতে ভাঁজা দেশি মুড়ি ভাঁজা হয়।

মাহে রমজানে মুড়ি ছাড়া ইফতার যেন অকল্পনীয়।
বিভিন্ন উৎসব-পার্বণে নানান খাবারের সঙ্গে এখনো মিশে আছে মুড়ির কদর। হাতে ভাঁজা মুড়ির স্থান দখল করে নিয়েছে কারখানার মেশিনের তৈরি মুড়ি।

আরওপড়ুন …

বাথান হতে শুকর ছিনতাই- উদ্ধার করলো চৌহালী থানা পুলিশ

কালের পরিক্রমায় আধুনিক সমাজ ব্যবস্থায় বিভিন্ন স্থানে বেশ কিছু কারখানায় মুড়ি উৎপাদিত হওয়ায় হারিয়ে গেছে সুস্বাদু হাতে ভাঁজা দেশি মুড়ি।

শুধু তা-ই নয়, দেশের বড় বড় নামীদামি কোম্পানি গুলোতে ও মুড়ি তৈরি করে শহর থেকে শুরু করে গ্রাম বাংলার আনাচে কানাচে ছোটখাটো দোকান গুলোতে পৌঁছে দিচ্ছে।

ফলে গ্রাম বাংলার এই শিল্প আজ হারিয়ে যাওয়ার পথে।
হাতে ভাঁজা মুড়ি আমাদের গ্রাম বাংলার একটি ঐতিহ্য।
এটা এক ধরনের শিল্প। কিন্তু আমাদের এই পুরোনো ঐতিহ্য আর শিল্পটি এখন প্রায় বিলুপ্তির পথে।

তবে হাতে ভাঁজা মুড়ির সঙ্গে বর্তমানে কারখানায় তৈরি বিভিন্ন কোম্পানির প্যাকেট মুড়ির তুলনা চলে না
স্বাদে গন্ধে হাতে ভাঁজা মুড়ি সত্যি অতুলনীয়।

বিশেষ করে মুসলিম ধর্মীয় পর্বে ও সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন পূজা পার্বনের আগেই গ্রামের প্রতিটি পরিবারে দেখা যেত হাতে ভাঁজা দেশীয় মুড়ি তৈরির চিত্র যার স্বাদ গন্ধ ছিল অতুলনীয়।

আজ বিভিন্ন কলকারখানা তৈরি করা হচ্ছে মুড়ি ভাঁজার প্রতিযোগিতা মুড়ি সাদা করার লক্ষ্যে ব্যবহার করা হচ্ছে ইউরিয়া সার। হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য হাতে ভাঁজা দেশীয় মুড়ি । অদুর ভবিষ্যত হয়তো আর দেখা যাবে না গ্রামীণ জনপদের হাতে ভাঁজা দেশীয় মুড়ি তৈরির চিত্র ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

আপনার প্রতিষ্টানের বিশ্বব্যাপি প্রচারের জন্য বিজ্ঞাপন দিন

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com