
ক্রাইমসিন সংবাদ :
হবিগঞ্জের মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র আফরোজ হোসাইন হত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে বুধবার দুপুরে উপজেলা পরিষদের সামনে ঢাকা সিলেট মহাসড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম সাইফুল ইসলাম , শিক্ষক জুনাইদ আহমেদ লস্কর, শাহানা আক্তার,আবদুল কুদ্দুস, আশরাফুল বারী খান শাকিল, ইমরান আহমেদ দীপু, ইফতিয়াক আহমেদ ইমন, রেজোয়ান ইসলাম খান প্রমূখ।মানববন্ধন চলাকালে ঢাকা সিলেট মহাসড়কে আধাঘন্টা যান চলাচল বন্ধ ছিল।
মানববন্ধন থেকে দাবি জানানো হয় অবিলম্বে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে ফাঁসি কার্যকর করার। নিহত স্কুল ছাত্র আফরোজ হোসাইন উপজেলার আদাঐর গ্রামের সৌদি প্রবাসী মুক্তার হোসেনের ছেলে। গত বৃহস্পতিবার সকালে মাটির সরানোর জের ধরে প্রতিপক্ষের হামলায় স্কুল ছাত্র আফরোজ গুরুতর আহত হয়। শনিবার বিকেলে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে তিনি মারা যান। আফরোজ হত্যার ঘটনায় তার মা আকলিমা আক্তার লিমা বাদি হয়ে মাধবপুর থানায়১০ জন আসামি করে একটি হত্যা মামলা দায়ের ককেছেন। মাধবপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ কবির হোসেন বলেন, আফরোজ হত্যার ঘটনায় ৪জন কে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার করতে চেষ্টা চলছে।
Subscribe to get the latest posts sent to your email.