মাধবপুর( হবিগঞ্জ) সংবাদদাতাঃ
হবিগঞ্জের মাধবপুরে জগদীশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ খান কে আটক করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যা সাড়ে ৭ টায় মাধবপুর আর্মি ক্যাম্পের কমান্ডারের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জগদীশপুর বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করেন।
আরও পড়ুন …মাধবপুরে চার মাসে গ্রেফতার ৫২ মাদক ব্যাবসায়ী …..
মাসুদ খান উপজেলার জগদীশপুর ইউনিয়নের উত্তর বেজুরা গ্রামের মৃত হাজী জায়েদ খান এর পুত্র। মাধবপুর আর্মি ক্যাম্পের কমান্ডার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকার পল্টন থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে মামলায় সে ২৫ নাম্বার এজাহার ভুক্ত আসামি। মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, এইমাত্র তাকে মাধবপুর থানায় নিয়ে এসেছে। বিস্তারিত তথ্য পরে জানাচ্ছি
Subscribe to get the latest posts sent to your email.