নিজেস্ব প্রতিবেদক :
মৌলভীবাজারে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে প্রায় ৭৩ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় চোরাই প্রসাধনী পণ্যসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় ট্রাকচালক মো. লালন মিয়া (২৮) কে আটক করা হয়েছে। তিনি মৌলভীবাজার জেলার রাজনগর থানার মুটুকপুর গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের তালতলা (রায়শ্রী) এলাকায় ডিবি পুলিশের একটি বিশেষ চেকপোস্ট পরিচালনার সময় ট্রাকটি আটক করা হয়। ট্রাকটি সিলেট থেকে ফেঞ্চুগঞ্জ-রাজনগর হয়ে মৌলভীবাজারে প্রবেশ করছিল।
অভিযানটি পরিচালনা করেন জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক (নিঃ) সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য, এসআই (নিঃ) হীরক চক্রবর্তী, এএসআই (নিঃ) “মো. আবুল ভাসানী এবং ফোর্স কনস্টেবল জহিরুল ইসলাম ও কাজল রাজবংশী।”
ট্রাকে তল্লাশি চালিয়ে বিভিন্ন ধরনের ভারতীয় চোরাই প্রসাধনী পণ্য জব্দ করা হয়। এসব পণ্যের মধ্যে রয়েছে:
Skinbrite Cream – ৫,১৮৪ পিস
Skinshine Cream – ৬০০ পিস
Elosone-HT Cream – ৪,৮০০ পিস
Derobin Ointment – ৪,৫০০ পিস
Melnor Cream – ৫,৭৬০ পিস
Clop-G Cream – ২৩,৬৬০ পিস
Patanjali Aloe Vera Gel – ২৮৮ পিস
এছাড়া ট্রাকের ভেতর থেকে আরও উদ্ধার করা হয় ৩০০ কেজি খালি কার্টুন এবং একটি নীল রঙের তেরপাল। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে ৭৩,৪৮,৮২০ টাকা।
জিজ্ঞাসাবাদে আটক লালন মিয়া জানান, তিনি পলাতক চোরাচালানকারী রুবেল মিয়ার ঘনিষ্ঠ এবং তার ভাঙারির দোকানের আড়ালে পরিচালিত ভারতীয় পণ্য পাচারের কাজে যুক্ত ছিলেন। তারা সিলেটের চালিবন্দর এলাকা থেকে এসব পণ্য এনে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে তারা ট্রাকের পণ্যের উপর খালি কার্টুন ও তেরপাল দিয়ে ঢেকে রাখতেন।
এ ঘটনায় গ্রেফতারকৃত লালন মিয়াসহ পলাতক রুবেল মিয়া এবং আরও অজ্ঞাতনামা ২-৩ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ২৫(বি) ও ২৫(ডি) ধারায় মৌলভীবাজার মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
আরওপড়ুন…মাধবপুরে সড়কে বাসের ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যু
Subscribe to get the latest posts sent to your email.