স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শায়েস্তানগরস্থ বিএনপির কার্যালয়ে এক আলোজনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
হবিগঞ্জ জেলা জাসাসের আহবায়ক মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব আলী হোসেন সোহাগের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা জাসাসের যুগ্ম আহবায়ক ডাঃ তোফাজ্জুল হক, কামরুজ্জামান কদ্দুস, আরশাদ ফজলে খোদা লিটন, জহির ইসলাম, আব্দুল বাছিত, হবিগঞ্জ পৌর জাসাসের আহবায়ক মোঃ নুর উদ্দিন, সদস্য সচিব লিটন মিয়া, সদর উপজেলা জাসাসের আহবায়ক মোঃ আলী মাসুক, যুগ্ম আহবায়ক এমরান আহমেদ কাওছার, লাখাই উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক আশীষ দাশ গুপ্ত, নবীগঞ্জ উপজেলা জাসাসের সদস্য সচিব কাজী সেলিম, মাধবপুর উপজেলা জাসাসের আহবায়ক কায়েস আহমেদ সালমান, চুনারুঘাট উপজেলা জাসাসের আহবায়ক মরম আলী তালুকদার, বাহুবল উপজেলা জাসাসের আহবায়ক শাহ আবিদ, আজমিরীগঞ্জ উপজেলা জাসাসের সদস্য সচিব মোঃ রাসেল।সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন হবিগঞ্জ জেলা জাসাসের সাবেক সিনিয়র সহ সভাপতি স্বরবিন্দু দাস, নবীগঞ্জ পৌর জাসাসের আহবায়ক সেলিম মোস্তাফিজ, সদর উপজেলা জাসাসের যুগ্ম আহবায়ক দরদী নাসির, বিটিভি’র তালিকাভুক্ত শিল্প অনন্যা দেব, কন্ঠ লিল্পী প্রিয়া, চম্পা মনি, রুপ জুতি রায়, নুরুজ্জামান, সোহেল আহমেদ, আব্দুস সামাদ, অজিত দেব প্রমুখ।