
মারুফ আহমদ, মৌলভীবাজার :
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার নারায়নক্ষেত্র গ্রামে একটি প্রভাবশালী মহলের বাধার কারণে যাতায়াতের গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ হয়ে পড়েছে। বিষয়টি সমাধানে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মজির উদ্দিন আহমদ চৌধুরী।
তিনি অভিযোগ করেন, সুয়েব চৌধুরী ও তার প্রতিনিধি দিলাই মিয়া দীর্ঘদিন ধরে রাস্তাটি দখল করতে চেষ্টা করছেন। ইতোমধ্যে রাস্তার ওপর বাঁশের বেড়া, পাকা দেয়াল ও টিনসেড ঘর নির্মাণ করায় ২৫–৩০টি পরিবারের চলাচলে চরম দুর্ভোগ তৈরি হয়েছে।
থানায় অভিযোগ ও সালিশ বৈঠকে নির্মিত দেয়াল অপসারণের সিদ্ধান্ত হলেও তা বাস্তবায়ন হয়নি। প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
এ বিষয়ে সুয়েব চৌধুরীর প্রতিনিধির বক্তব্য পাওয়া যায়নি। থানা পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Subscribe to get the latest posts sent to your email.