
বগুড়া : জেলা প্রতিনিধি
বগুড়ায় ভেজাল খাদ্য পণ্য বিক্রি ঠেকাতে নিয়মিত বাজার মনিটরিং জোরদার করার তাগিদ দিয়েছেন খাদ্য অধিকার নেতারা।
তারা বলেছেন, পাইকার দোকানসহ গোডাউনে জেলা প্রশাসন অভিযানে তৎপর হলে ভেজাল খাদ্য পণ্য বিক্রি হ্রাস পাবে এবং ক্রেতারা সচেতন হবেন।
গতকাল বৃহস্পতিবার বিশ্ব খাদ্য দিবস উপলক্ষ্যে বগুড়া শহরের সাতমাথায় মানববন্ধন করে খাদ্য অধিকার বাংলাদেশ। প্রচারাভিযানে- সবার জন্য প্রয়োজনীয় খাদ্য চাই, খাদ্য অধিকার আইন চাই, সামাজিক সুরক্ষা কর্মসূচির বরাদ্দ বাড়াও, খাদ্যসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য কমাও- প্রতিপাদ্যে জমায়েত করা হয়।
বগুড়া জেলা খাদ্য অধিকার সহ-সভাপতি জিয়াউর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রুম্মানা খাতুন রুমা, জাহেদুর রহমান জাহেদ, সিনিয়র সাংবাদিক সৈয়দ ফজলে রাব্বী ডলার, মেহেরুননেছা মেরী, আবুল হাসনাত খসরু, আজাহার আলী, নিরব প্রমূখ। বক্তারা বলেন, দেশের প্রত্যেক নাগরিকের খাদ্য প্রাপ্তির নাগরিক অধিকার ও ভেজালমুক্ত খাদ্য খাওয়ার অধিকার রয়েছে।
বর্তমানে দেখা যাচ্ছে, অতি লাভের আশায় বগুড়ায় বিভিন্ন খাদ্য পণ্যের ডিলার ও ব্যবসায়ীরা পণ্যে ভেজাল দিচ্ছে। এতে ক্রেতারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ভেজাল পণ্য বিক্রি করে ক্রেতাদের শারীরিক নানা জটিলতা সৃষ্টির পথ তৈরি করছে।
এ অবস্থায় জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তৎপর পদক্ষেপ নেওয়া উচিত। নিয়মিত মনিটরিং হলে ভেজাল পণ্য বিক্রি অনেকাংশে হ্রাস পাবে এবং ক্রেতারাও সচেতন হবেন। অন্যথায় খাদ্য অধিকার বাংলাদেশ জনস্বার্থে সামাজিক আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।
আরওপড়ুন ….মাধবপুরে খেলাফত মজলিসের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
Subscribe to get the latest posts sent to your email.