মাধবপুরে অবৈধ বালি উত্তোলনে মোবাইল কোর্টের অভিযান, ২ জনকে অর্থদণ্ড
ক্রাইমসিন নিউজ ডেক্স :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের অলিপুর-মহব্বতপুর এলাকায় অবৈধভাবে বালি উত্তোলন ও বিক্রির দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে দুইজনকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর ২০২৫) সকালে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন মাধবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: মুজিবুল ইসলাম। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী দুটি পৃথক মামলায় ২ জনকে জরিমানা করা হয়।
আব্দুল হাকিমের ছেলে আমীর হোসেন জয়পুর, চৌমুহনী, মাধবপুর,ইলিয়াছ মিয়া, ছেলে সাজিদ মিয়া শাহবাজপুর, সরাইল কে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
অভিযানে মনতলা ও কাশিমপুর পুলিশ ফাঁড়ির একটি টিম সহযোগিতা করে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে অবৈধ বালি উত্তোলন ও পরিবেশ ধ্বংসকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরওপড়ুন…নীলফামারী সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহীদ মাহমুদ গ্রেপ্তার।
Subscribe to get the latest posts sent to your email.