
ক্রাইমসিন সংবাদ :
মাধবপুর উপজেলার নোয়াপাড়া–হবিগঞ্জ রেলস্টেশনে নতুন রেলওয়ে পুলিশ ফাঁড়ির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে ফাঁড়িটির কার্যক্রম শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশের ওসি মো. খাইরুল ইসলাম তালুকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহেদ বিন কাসেম।
নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মো. সোহেলের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নোয়াপাড়া চা বাগানের ব্যবস্থাপক এসএম সোহাগ।
স্থানীয়রা জানান, নতুন ফাঁড়ি চালুর ফলে রেলস্টেশন ও আশপাশের এলাকায় নিরাপত্তা আরও জোরদার হবে। এতে যাত্রীদের পাশাপাশি এলাকাবাসীর নিরাপদ চলাচল ও সার্বিক সেবা নিশ্চিত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
Discover more from দৈনিক ক্রাইমসিন
Subscribe to get the latest posts sent to your email.