ঈদ আনন্দে ছুটছে সবাই মাতৃত্ব আর নাড়ীর টানে, ঈদের খুঁশী ভাগ করিতে আপন জনের সাথে। বন্ধু-বান্ধব আর আত্নীয় স্বজন কত দিন যে হয়নি দেখন রুঁটি-রুঁজির নিজো কর্মের সন্ধানে, থাকিতে হয়গো নিজো দেশ বা প্রবাশ জীবন কে মেনে নিয়ে ! আত্নার টানে ছুঁটছে সবাই জীবন হাতে নিয়ে, যানবহনের যতসব বিড়াম্বনা সহে- শহর থেকে গ্রামের মেঁঠো পথের পাঁড়া গাঁয়ে।
সবাই মিলে পড়বে নামাজ ঈদ গাহ্ তে এসে, নামাজ শেষে মিলিত হইবে খুঁশীর কুলাকুলির বেশে। হাঁসি মূখে বলবে সবাই অতি আদর করে, কেমন আছিস্ বন্ধু ওরে কতদিন হয়নি দেখন তোর সাথে। আসিস্ কিন্তু বেড়াতে তোরা পরিবার নিয়ে সন্ধ্যা বেলা, আমাদের এই স্নৃতিময় বসুন্ধরার ছায়াতরুর ছায়াতলে। কত খাবারের পরসা সাঁজিয়ে বসে আছেন মা আপন মহিমায় অতিথির সন্ধানে। এই ঈদের দিনের খুঁশিতে ছোটরা সবাই মিলে বায়না ধরেছে, বেড়াতে যাইবে দর্শনীও কোন স্থানের মিলন মেলাতে।
কোরমা পোলাও কোপতা কাবাব সেমাই আর মাংসে চারিদিকের পরিবেশ যেনো রসনার তৃপ্তি মিটিয়ে যাচ্ছে। ঈদ তুমি আসো প্রতি বছর মুসলিমের ঘরে ঘরে হাঁসি খুঁশি আর আনন্দের বারতা নিয়ে, ধনী আর মধ্যবৃত্তের সাধ্যের দোঁড় গোঁড়ে। আনিতে পেরেছো কি তুমি গরিব আর অসহায়ের ঘরে, আনন্দের কিছু পসরা সাঁজিয়ে খুঁশির আস্তরনে? না-পারনি তুমি এতিম ও দুস্থ অসহায়ের মূখে ঈদ আনন্দের হাঁসি মাখা নির্মল আনন্দ টুকুও ফুঁটে তুলিতে !
আরওপড়ুন …দেওয়ানগঞ্জবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন ইউএনও মোঃ আতাউর রহমান
অনেকে আছে সব কিছু তুবুও কাহারো নাইকো কিছুই অভিনয়ের আঁড়ালে লুকিয়ে বেঁড়াই মান-সম্মান গুঁছিয়ে, সব কিছুই মেনে নেই…..দুখের আঁড়ালে সুখের হাঁসি মাখা মূখের অবয়বে ! এই কি মুসলিম উম্মার বাৎসরিক খুঁশির ঈদ ? ধর্মীও আচারনে আল্লাহ্-নবী(সঃ) নির্দেশিত পথে, ঈদতো আসার কথা ধনী আর গরিবের ভেদাভেদ ভূলে। আনন্দের সমান অধিকার নিয়ে, সকল মুসলিম উম্মার ঘরে ঘরে ।
Subscribe to get the latest posts sent to your email.