
সিনিয়র প্রতিবেদক :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৩ নম্বর বহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলাউদ্দিনের পদত্যাগ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে ইউনিয়নের মনতলা বাজারে সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় ইউপি সদস্যসহ বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা অংশ নেন। ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিলও বের করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, চেয়ারম্যান মো. আলাউদ্দিন আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত হওয়ার পর থেকেই ইউনিয়নে একচ্ছত্র আধিপত্য কায়েম করেছেন। তিনি পরিষদের অন্যান্য সদস্যদের মতামত উপেক্ষা করে এককভাবে সিদ্ধান্ত নিচ্ছেন এবং সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ করছেন বলে অভিযোগ করেন তারা।
মানববন্ধনে বক্তব্য দেন— ১ নম্বর ওয়ার্ডের এনামুল হক ফয়সল, ২ নম্বরের মোশাররফ হোসেন, ৩ নম্বরের আরমান মিয়া, ৬ নম্বরের আব্দুল মান্নান, ৮ নম্বরের আবুল বাশার, ৯ নম্বরের ফরিদ মিয়া এবং ৪,৫,৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য আছমা বেগম।
তারা জানান, চেয়ারম্যান পরিষদের হোল্ডিং ট্যাক্স, গাছ বিক্রির অর্থ, পুকুরের মাছ বিক্রি, গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্প ও অন্যান্য উন্নয়নমূলক কাজের বরাদ্দ থেকে কমিশন ও চাঁদা আদায়ের মাধ্যমে অর্থ লুটপাট করে আসছেন। এমনকি সদস্যদের কাছ থেকে প্রকল্প অনুমোদনের জন্য ৫০ শতাংশ চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ করা হয়।
বক্তারা আরও অভিযোগ করেন, চেয়ারম্যানের বিরুদ্ধে কেউ মুখ খুললে তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে ভয়ভীতি ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এতে করে এতদিন সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পায়নি।
তারা জানান, এরই মধ্যে চেয়ারম্যানের নানা অনিয়মের বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান মো. আলাউদ্দিন বলেন, “এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের কারণে কিছু ব্যক্তি ব্যক্তিগত আক্রোশ থেকে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমি কোনো দুর্নীতি বা অনিয়মের সঙ্গে জড়িত নই।”
চেয়ারম্যানের বিরুদ্ধে এ ধরনের প্রকাশ্য মানববন্ধন ও অভিযোগে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা সুষ্ঠু তদন্ত ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
এদিকে ইউপি সদস্য ও স্থানীয় বাসিন্দারা জানান, আগামীতে দাবি আদায়ে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
আরওপড়ুন ..আ. লীগের ৪০০ নেতাকর্মীকে ঢাকায় প্রশিক্ষণ,না/শ/ক/তার জন্য
Subscribe to get the latest posts sent to your email.