তোমাকে বলছি বন্ধু অন্তরের কান দিয়ে শোঁনো ক্ষনিক পরিচয়ে হাজার বছরের দাবিদারে – হৃদয় কেনো ছুঁলে?
তোমার কাছে হইতো মূহুর্তের খেলনা আমার কাছে হয়তো তুমিই সাধনা ! তোমার সামান্য স্পর্শীত স্পর্শন আমার অস্তিত্বের দর্শণ।
ব্যাকুলিত চেতনায় ঊষা লগ্নের সূচনা আমার অস্থিত্বে তোমার সামান্য শান্তণার অনুপ্রেরণা।
অবচেতনায় ছিলাম আমি আত্ত্বের অবায়বে বিমোহিত করিলে আমায় কাঁচা মায়াবী কন্ঠে।
মূহুর্তের বাক্যালাপে কয়েক পদের শংঙ্কায় আতঙ্কেই ছিলে তুমি পরাধীনতার মায়ার বাঁধনে।
দৃর্শ্যের নেপর্থ্য তোমার কন্ঠ যেনো জলছায়া জলছবির অবতারনার আচ্ছাদন। ক্ষনিকেই হইতো তোমার প্রস্থান আমার হৃদয়ে কিন্তু তোমার আবেশীত উত্থান !
ভূল যদি কিছু ভাবো নিজ স্বার্থের তরে সম্পর্কটা নির্ণয় করো তোমার আমার মাঝে ।
পরিক্ষা যদি করো আমায় প্রস্তুত আমি তাতে আমি ধর্য্য ধরে রবো তোমার প্রতিক্ষার তরে।
তোমার ক্ষনিকের স্নৃতি নিয়ে আছি আমি ব্রত আমার সাধনার মোন মঞ্জিলে তোমারী জন্য- প্রিয়।
আরওপড়ুন….কুলাউড়ায় স্কুল ছাত্রী হত্যা মামলার রহস্য উদঘাটন, ঘাতক গ্রেফতার ও আলামত উদ্ধার
Subscribe to get the latest posts sent to your email.