মাধবপুর উপজেলায় সিএনজি অটোরিকশা চালকদের বেপরোয়া ভাড়া বৃদ্ধিতে সাধারণ যাত্রীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, চালকরা কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে নিজেদের খেয়ালখুশি মতো যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন।
সম্প্রতি মাধবপুর উপজেলার বিভিন্ন পয়েন্টে গড়ে উঠেছে ‘সিরিয়াল মাস্টার’ নামক একটি সিন্ডিকেট। তারা বিভিন্ন রুটে যাত্রী পরিবহনের নামে ভাড়া নির্ধারণে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। যাত্রীদের অভিযোগ, এসব সিরিয়াল মাস্টারদের যোগসাজশে চালকরা মনগড়া ভাড়া আদায় করছেন।
গত তিনদিনে মাধবপুর থেকে বিভিন্ন গন্তব্যে সিএনজি ভাড়া বেড়ে গেছে অনেকাংশে।
মাধবপুর থেকে আন্দিউড়া: ৩০ টাকা
মাধবপুর থেকে বেজুরা: ৩০-৪০ টাকা
মাধবপুর থেকে তেমুনিয়া: ৪০-৫০ টাকা
মাধবপুর থেকে নোয়াহাটি: ৫০ টাকা
মাধবপুর থেকে তেলিয়াপাড়া: ৫০-৬০ টাকা
অন্যান্য এলাকাতেও একই অবস্থা। নোয়াপাড়া, মৌজপুর, মনতলা, চৌমুহনী, ধর্মগড় ও হরষপুরসহ প্রতিটি রুটে ভাড়া ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
একজন যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন,
“আমরা যেন এই চালকদের কাছে জিম্মি। তাদের ইচ্ছামতো ভাড়া দিতে হচ্ছে। আমাদের তো যেতেই হবে – কোনো উপায় নেই।”
আরওপড়ুন…রেলিং ভেঙ্গে চলাচলে ঝুঁকিপূর্ণ কাজিপুরের ইছামতি নদীর চরপাড়া সেতু
আরেকজন নারী যাত্রী জানান,
“রোগী নিয়ে ডাক্তার দেখাতে, বাজার করতে আমাদের মাধবপুরে যেতে হয়। কিন্তু এই ভাড়া আমাদের জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া।”
নাম প্রকাশে অনিচ্ছুক এক সিএনজি চালক বলেন,
“মূল সমস্যার শিকড় সিরিয়াল মাস্টারদের হাতে। তারাই সিন্ডিকেট করে ভাড়া বাড়ায়। চালকরা অনেকটা বাধ্য হয়েই এই ভাড়া নিচ্ছে।”
এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,
“বিষয়টি আমাদের নজরেে এসেছে, আমরা বিষয়টি খতিয়ে দেখছি। কোনো সিন্ডিকেট বা অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা দ্রুত ব্যবস্থা গ্রহণ করে যাত্রীদের দুর্ভোগ লাঘবের আহ্বান জানিয়েছেন।
Subscribe to get the latest posts sent to your email.