নন্দীগ্রাম (বগুড়া) :
বগুড়ার নন্দীগ্রামে টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে কলেজ হলরুমে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে (বিএম) একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন নন্দীগ্রাম টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আল আমিন। প্রভাষক মানজার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কলেজের গভর্নিং বডির সদস্য ও নন্দীগ্রাম পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার।
বক্তব্য রাখেন শিক্ষানুরাগী আব্দুল আজিজ, কলেজের সহকারী অধ্যাপক আব্দুল খালেক, রহমত ইকবাল ডিগ্রি কলেজ বামিহালের সাবেক অধ্যাপক মোস্তাফিজুর রহমান, বুড়ইল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আলমগীর কবির বাবু, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাব সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল প্রমুখ।
আরওপড়ুন…মাধবপুরে অবৈধ বালি উত্তোলনে মোবাইল কোর্টের অভিযান, ২ জনকে অর্থদণ্ড
Subscribe to get the latest posts sent to your email.