
মোঃ আরিফুল হাসান, ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরের মধুখালীতে ফরিদপুর সুগার মিলের ২০২৫-২০২৬ সনের ৫০ তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মোঃ নুরুজ্জামানসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ ডোঙ্গায় আখ ফেলে এ মাড়াই মৌসুমের উদ্বোধন করেন।
এর আগে ফরিদপুর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক তারেক ফরহাদের সভাপতিত্বে মিল চত্বরে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মোঃ নুরুজ্জামান এনডিসি।
বিএসএফআইসি এর চীফ ক্যামিস্ট আনিসুল আজম, মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান, আখ চাষী মোঃ আবু তালেব মোল্যা প্রমুখ। এ সময় ৭টি সাবজোনের সর্বোচ্চ আখ রোপণকারী ও সর্বোচ্চ একর প্রতি ফলন অর্জনকারী কৃষকদের পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা ওবায়েদ বিন নাসের। মিল সূত্রে জানা যায়, এ মাড়াই মৌসুমে ৮৬ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৬ শতাংশ চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
Subscribe to get the latest posts sent to your email.