দেওয়ানগঞ্জে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন
মোঃ সাগর আলী
জেলা প্রতিনিধি
জামালপুরের দেওয়ানগঞ্জে সাংবাদিক রফিকুল ইসলাম, নয়ন মিয়া ও মারুফের নামে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্তৃক দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানব বন্ধন করেছেন দেওয়ানগঞ্জে কর্মরত সাংবাদিকবৃন্দ। বুধবার(০৬ নভেম্বর) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, আমাদের সময় উপজেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম অলিদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি পল্লী কন্ঠ প্রতিদিনের প্রতিনিধি আশরাফ হোসেন রাজা, সাংবাদিক খোরশেদ আহমেদ, উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি এম.এ রাজ্জাক মিকা, দেওয়ানগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক, আজাদ হোসেন, উপজেলা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক সাগর আলী, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি ও অলিয়ার মীর, সকালের সময় প্রতিনিধি মোঃ ফয়জুর রহমান মানববন্ধনে বক্তব্য রাখেন।
মানববন্ধনে ভূক্তভোগী সাংবাদিক রফিকুল ইসলাম বলেন, ২৮ আগষ্ট সোমবার সন্ধায় জামালপুরের কর্মস্থলে যান তিনি। বাড়ী ফেরার পথে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কান্না কাটির আওয়াজ শুনে তথ্য অনুসন্ধানে কাজে হাসপাতালে প্রবেশ করেন। প্রথমে জরুরি বিভাগে গেলে কোনো ডাক্তার খোজে পাওয়া পাননি। হাসপাতালের দোতালায় চিৎকার শুনে সেখানে গেলে রোগীর স্বজনরা চিকিৎসকের অবহেলায় রোগী মারা গেছেন বলে দাবী করছেন। কর্মরত সাংবাদিক রফিকুল ইসলাম সেখানে ভিডিও ধারন করেন এবং সংবাদ পরিবেশন করেন। এ ঘটনায় বকশীগঞ্জ পরিবার পরিকল্পনা কর্মকর্তার আজিজুর রহমান সাংবাদিকদেরকে অশ্লীল ভাষায় গালাগালি করেন এবং সাংবাদিক রফিকুলসহ তিন জনের নামে মামলা করেন।
মানববন্ধনে বক্তা-গণ সাংবাদিকদের নামে করা মিথ্যে মামলা প্রত্যাহারের দাবি জানান।