নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার নন্দীগ্রামে পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় হাতেনাতে গ্রেপ্তার হয় দুই মাদক কারবারি।
গতকাল মঙ্গলবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করেছে পুলিশ। থানার ওসি মোজাহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। দুই মাদক কারবারি- উপজেলার চকরামপুর এলাকার মমতাজ প্রামানিকের ছেলে সাইদুল ইসলাম (৩৫) ও একই এলাকার বাবলু মিয়ার ছেলে মনিরুল ইসলাম (৩৪)। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, সোমবার বিকেলে উপজেলার বুড়ইল ইউনিয়নের ধুন্দার সোনাপুকুর এলাকায় মাদক কেনাবেচার সময় অভিযান চালায় পুলিশ। দুইজনকে হাতেনাতে আটকের পর দেহ তল্লাশি করে ১৭০ পিস ইয়াবা পাওয়া গেছে।
Subscribe to get the latest posts sent to your email.