নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার নন্দীগ্রামে পাটজাত মোড়কের পরিবর্তে প্লাস্টিকের বস্তায় চাল সংরক্ষণের অপরাধে আকবর অটো এগ্রো রাইচ মিলের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। চাল বিক্রি ও সংরক্ষণে পাটের বস্তুা বাধ্যতামূলক করতে ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করেছে প্রশাসন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার কয়েকটি রাইচ মিল মনিটরিং করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা আঞ্জুমান বানু। এদিন গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের রুপিহার আকবর অটো এগ্রো রাইচ মিলে অভিযান চালানো হয়। সেখানে চাল সংরক্ষণ ও বাজারজাত করণে পাটের বস্তা ব্যবহারের পরিবর্তে প্লাস্টিকের বস্তাভর্তি চাল পাওয়া যায়। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইনে মিল মালিকের ৩৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
Subscribe to get the latest posts sent to your email.