মোঃ সাগর আলী দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি:
জামালপুরের দেওয়ানগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী পার্টনার কংগ্রেস ২০২৫অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৯ জুন) দিনব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ ডঃ সালমা লাইজু ।
সভায় সভাপতিত্ব করেন ,উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতাউর রহমান। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার , মোঃ আলমগীর আজাদ। অতিরিক্ত কৃষি অফিসার, কৃষিবিদ মমতাজ বেগম এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,পিকন কুমার সাহা জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জামালপুর।
সালাউদ্দিন কায়সার মনিটরিং অফিসার অএ প্রকল্প ময়মনসিংহ। বক্তারা বলেন, কৃষকের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল, উত্তম কৃষি চর্চা, আধুনিক সেচ প্রযুক্তি, মানসম্মত তথ্য ব্যবস্থাপনা ও ফার্মার্স সার্ভিস সেন্টার চালু করা হয়েছে।
বক্তারা আরও বলেন, এ ধরনের কংগ্রেসে কৃষক প্রতিনিধিদের অভিজ্ঞতা বিনিময়, বাস্তবভিত্তিক প্রশিক্ষণ এবং উদ্ভাবনী চর্চার প্ল্যাটফর্ম তৈরি হয়। পার্টনার কংগ্রেস ২০২৫ প্রশিক্ষণে ফসলের বহুমুখীকরণ, নিরাপদ খাদ্য উৎপাদন, কৃষি উদ্যোক্তা তৈরি,
আরওপড়ুুন ….বগুড়ায় সর্বজনীন পেনশন স্কিমে উৎসাহ বাড়াতে দিনভর মেলা
কৃষি পণ্যের টেকসই ভ্যালুচেইন সৃষ্টি, অধিক ফলন উৎপাদন, প্রযুক্তি ব্যবহার, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং পুষ্টি সমৃদ্ধ ফলজ ও সবজি খামার গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ের কৃষক, সুশীল সমাজের প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন উপস্থিত ছিলেন।
Subscribe to get the latest posts sent to your email.