এনামুল হক আলম জেলা প্রতিনিধি:
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান দলীয় নেতাকর্মীদের সতর্ক করে বলেছেন, আগামী ডিসেম্বর পর্যন্ত দেশের পরিস্থিতি অনেক চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে যাবে। এ সময় তিনি দলের সর্বস্তরের নেতাকর্মীদের আরও সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সোমবার (৯ জুন) দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দনে প্রয়াত অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের গ্রামের বাড়িতে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসের রহমান বলেন, “আগামী নির্বাচন অত্যন্ত কঠিন হবে। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসবে, ততই পরিস্থিতি জটিল হয়ে উঠবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ এখন গর্তে গেছে, তারা আর এই নির্বাচনে দাঁড়াতে পারবে না। এমনকি পরবর্তী নির্বাচনেও তাদের দাঁড়ানোর সম্ভাবনা নেই।”
তিনি আরও বলেন, “আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী হবে জামায়াতে ইসলামী। তারা গোপনে নানা ধরনের ক্যাম্পেইন চালালেও, জনগণ তাদের বিষয়ে সচেতন। বিএনপির নেতাকর্মীরা যেন এই ভেবে আত্মতুষ্টিতে না ভোগেন যে, মাঠে আর কোনো শক্ত প্রতিপক্ষ নেই। হঠাৎ করেই অনেক কিছু সামনে চলে আসতে পারে।”
নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে নাসের রহমান বলেন, “সব কিছু ঠিক থাকলে আগামী বছরের এপ্রিলের আগেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এজন্য এখন থেকেই দলের ৩১ দফা এবং ক্ষমতায় গেলে ১৮০ দিনের পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরে ভোটারদের আস্থা অর্জনের প্রস্তুতি নিতে হবে।”
জেলা কাউন্সিল প্রসঙ্গে তিনি জানান, মৌলভীবাজার জেলায় পুনর্গঠনের কার্যক্রম পুরোদমে চলছে। ইউনিয়ন পর্যায়ে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হচ্ছে। জুলাই মাসের মধ্যে উপজেলার সব কাউন্সিল শেষ করে, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী জুলাইয়ের শেষ দিকে জেলা কাউন্সিল সম্পন্ন করা হবে।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সারা জেলা থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব এম এ মুকিত, মো. ফখরুল ইসলাম, বকসি মিসবাহ উর রহমান, মুজিবুর রহমান মজনু, যুবদলের সাধারণ সম্পাদক এম এ মোহিত, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইসহাক আহমদ চৌধুরী মামনুন, ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রয়াত মন্ত্রী এম সাইফুর রহমানের কবর জিয়ারত ও দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে আগত সকল নেতাকর্মীদের মাঝে বিরিয়ানির প্যাকেট বিতরণ করা হয়।
Subscribe to get the latest posts sent to your email.