দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা শিবনগর ইউনিয়নের পূর্ব বাজেতপুর গ্রামের জামে মসজিদের সামনে দোকান ভাঙচুরের বিষয়ে বিভিন্ন মহলে অভিযোগ করে কোনো প্রতিকার পাচ্ছে না অসহায় পরিবার।
বিষয় নিয়ে শামসুল হক (৬৫) বাদী হয়ে ফুলবাড়ী থানা ও সেনা ক্যাম্পে অভিযোগ দায়েন করেন অভিযুক্ত ব্যক্তিরা হলেন একই গ্রামের মৃত জহুরুল হকের ছেলে বদিরুজ্জামান মানিক, (৬৫) বদিরুজ্জামানের ছেলে নবাব ইসলাম ( ৩৩) সেরাজুল ইসলামের ছেলে নাইস বাবু (৪৫) নজির মাস্টার ছেলে সেরাজুল ইসলাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও চিত্রে দেখা যায়। দিনে দুপুরে প্রকাশ্যে হাতে থাকা লোহার অস্ত্র নিয়ে
একটি দোকান কোয়াটার তুলে নিয়ে নদীতে ফেলে দেয়। ভুক্তভোগী সিরাজুল ইসলাম বিভিন্ন মহলে অভিযোগ করেও কোন প্রতিকার পাচ্ছে না। গরীব ও অসহায় পরিবারের সাথে প্রতিনিয়ত নির্যাতন ও বৈষম্য শিকার হচ্ছে প্রভাবশালীদের কাছে।
Subscribe to get the latest posts sent to your email.