মৌলভীবাজার প্রতিনিধি ❐
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মৌলভীবাজার সদর উপজেলার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ জুন) সকালে মৌলভীবাজার পৌর মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বদরুল আলম, আহ্বায়ক, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপি।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ফয়জুল করিম ময়ূন, আহ্বায়ক, মৌলভীবাজার জেলা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুর রহিম রিপন, সদস্যসচিব, মৌলভীবাজার জেলা বিএনপি।
সভায় আরও বক্তব্য রাখেন—ফখরুল ইসলাম, মুজিবুর রহমান মজনু, রানা খান শাহীন, খালিছুর রহমান, শাহাবুদ্দিন আহমদ, আবুল হোসেন, তোফায়েল আহমদ, কাজল মাহমুদ এবং হুমায়ুন কবীর।
সভা পরিচালনা করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুহিতুর রহমান হেলাল এবং যুগ্ম আহ্বায়ক মারুফ আহমদ।
বর্ধিত সভায় আগামী ২২ জুন ২০২৫ তারিখে মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। সম্মেলন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ৪ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।
আরওপড়ুন ….নাসের রহমানের হুঁশিয়ারি: ডিসেম্বর পর্যন্ত চড়াই উৎরাই, নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান
এই কমিটিতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পান আব্দুল মুকিত। অন্যান্য নির্বাচন কমিশনার হলেন—বকশী মিছবাউর রহমান, বকশী জুবায়ের আহমদ এবং আবুল কালাম বেলাল।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, এই নির্বাচন পরিচালনা কমিটি নিরপেক্ষ ও গঠনতন্ত্র মোতাবেক একটি সুষ্ঠু ও সুন্দর সম্মেলন উপহার দেবেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “ঐক্যবদ্ধভাবে উৎসবমুখর পরিবেশে সদর উপজেলা বিএনপির যে সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে, তা জেলার অন্যান্য উপজেলার জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।”
Subscribe to get the latest posts sent to your email.