মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতাঃ
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
এছাড়াও উপজেলা পরিষদ, ডাকবাংলো ও মাধবপুর বাজারে পরিষ্কার পরিচ্ছন্নতার করছে তারা। সরেজমিনে মাধবপুর পৌর এলাকায় ঢাকা সিলেট মহাসড়ক ও মাধবপুর বাজারে গিয়ে দেখে যায়, শিক্ষার্থীর ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে।
আরওপড়ুন ….
হেলমেট ছাড়া মোটরসাইকেল চালকদের হেলমেটে ব্যবহার করার জন্য সতর্ক করে ছেড়ে দিচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধবপুর পৌরসভার সমন্বয়ক মো: নজরুল ইসলাম জানান, মাধবপুর উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আমরা আজকে উপজেলা পরিষদ চত্বর, ডাকবাংলো ও বাজারে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছি এবং ঢাকা সিলেট মহাসড়ক ও মাধবপুর বাজারের ভেতরের ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছি।
পুলিশ দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত আমরা দায়িত্ব পালন করবো।