
মাহমুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষাবোর্ডের আদলে প্লে থেকে পঞ্চম শ্রেণির মোট সাড়ে ছয়শ পরীক্ষার্থী একদিনের এই পরীক্ষায় অংশ নেয়। বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে দুপুর দুইটা পর্যন্ত উপজেলা সদরে অবস্থিত অক্সফোর্ড স্কুলে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এ্যাসোসিয়েশনের কাজিপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন জানান, পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন, খাতা মূল্যায়ণ ও ফলাফল প্রকাশিত হবে এ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে।এতে করে শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে এই পরীক্ষা সম্পর্কে সচেতনতা ও আস্থা বৃদ্ধি পাবে।
এসময় কাজিপুর শাখার সভাপতি শাহ আলম বলেন, অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থীর শতকরা সাতভাগ ট্যালেন্টপুল, আট ভাগ সাধারণ গ্রেড এবং বাকি ২৫ ভাগ স্কুল ভিত্তিক বৃত্তি প্রদান করা হবে। এসময় অংশগ্রহণকারী ১৪ টি প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
আরওপড়ুন…মাধবপুরে অবৈধ অনুপ্রবেশের দায়ে দুইজন আটক, পালিয়েছে দুই দালাল
Subscribe to get the latest posts sent to your email.